
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশের পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা সম্পর্কিত গুজবকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
নিউজ ডেস্ক : দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এ যাত্রায় ...
নিউজ ডেস্ক : ২০০০ সালের ‘ব্যাংক আমানত বীমা আইন’ ...
নিউজ ডেস্ক : বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বা...
নিউজ ডেস্ক : চলতি অক্টোবরের ১১ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হ...
নিউজ ডেস্ক : নারীদের স্বর্ণের অলংকারের প্রতি একটি বিশেষ আকর্ষণ থাকে। এজন...
মন্তব্য (০)