• শিক্ষা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার নতুন নেতৃত্ব

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুর রহমান, পূর্বে তিনি শাখার সাধারণ সম্পাদক পদে ছিলেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্বে মনোনীত হয়েছেন জাফরিন সুলতানা, পূর্বে তিনি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। 

ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ অক্টোবর এই ঘোষণা দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি মো. সাইদুর রহমান বলেন, "এই দায়িত্ব আমার জন্য এক বড় সম্মান ও চ্যালেঞ্জ দুটোই। ফোরামের লক্ষ্য ও আদর্শ ধরে রাখতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের কলম যেন ন্যায়ের পক্ষে কথা বলে, সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়—এই হোক আমাদের অঙ্গীকার।"

সাধারণ সম্পাদক জাফরিন সুলতানা বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সঙ্গে যুক্ত হওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সংগঠন তরুণদের লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমি চাই, পবিপ্রবি শাখাকে আমরা এমন এক মঞ্চে পরিণত করি, যেখানে নবীন লেখকরা নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবেন।”

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির চর্চা, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি নিয়মিত সাহিত্য আড্ডা, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নতুন লেখকদের উদ্বুদ্ধ করে চলেছে।

মন্তব্য (০)





image

শিক্ষাভবন মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক : প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতি...

image

শাহবাগ অবরোধ করেছে ৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা

নিউজ ডেস্কঃ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুল...

image

আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রাথমিকের ৫ শিক্ষকসহ ৪২ জনকে ভিন্ন...

নিউজ ডেস্কঃ দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব...

image

‎রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শি...

নিউজ ডেস্কঃ আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়...

  • company_logo