• রাজনীতি

জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় বিজয়: আখতার হোসেন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি-এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া–পাওয়া নেই,মানুষের ও এলাকার উন্নয়নই আমার একমাত্র আকাঙ্ক্ষা।

এমনই দৃঢ় কণ্ঠে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও রংপুর–৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সম্ভাব্য প্রার্থী আখতার হোসেন।

উপজেলার ইটাকুমারী ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন বাজার,পাড়া-মহল্লা ও চায়ের দোকানে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।কোথাও করমর্দন, কোথাও বুকে জড়িয়ে ধরে তাদের অভিবাদন জানান এই তরুণ নেতা।মনোযোগ দিয়ে শোনেন সাধারণ মানুষের সমস্যার কথা, অভিযোগ আর প্রত্যাশা।

আখতার হোসেন বলেন,“রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত।এই বঞ্চনার হাত থেকে কাউনিয়া–পীরগাছা এলাকা রেহাই পায়নি।গত ১৬ বছর ধরে উন্নয়নের কথা আমরা শুনেছি, কিন্তু বাস্তবে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।আগামী নির্বাচনে জনগণ এই এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপিকে সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলন কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি ছিল জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। আমরা ফ্যাসিবাদের শেকল ভেঙেছি। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফেরানোর।

গণসংযোগ চলাকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে। “মানুষ এখন পরিবর্তন চায়। তারা মুখিয়ে আছে, যোগ্য ও তরুণ নেতৃত্বকে এগিয়ে দিতে চায়। আমরা মানুষের এই প্রত্যাশা পূরণে প্রস্তুত,” বলেন আখতার হোসেন।

তিনি জানান,“এর আগেও আমি নিজ এলাকায় দুই শতাধিক ভ্যান নিয়ে গণসংযোগ করেছি। মানুষের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। সবাই বলছেন, এবার এমন একজন প্রতিনিধি চান যিনি এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করবেন।”

গণসংযোগে তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তারা পাড়া-মহল্লায় লিফলেট বিলি করেন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এদিকে, আখতার হোসেনের জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণে এলাকায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।এ উপলক্ষে আগামী সপ্তাহে বাদ মাগরিব রংপুরের হারাগাছ মেনাজ বাজারের ঐতিহাসিক সানাই মার্কেটে এক সংবর্ধনা ও পথসভা আয়োজন করা হবে, যেখানে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’–র পথসভায় আখতার হোসেনকে রংপুর–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর থেকেই তিনি নিয়মিতভাবে তৃণমূলের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং উন্নয়ন-ভিত্তিক রাজনীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

রংপুর–৪(পীরগাছা-কাউনিয়া) আসনে ইতোমধ্যে বিএনপি,জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও নিজেদের প্রার্থিতা নিয়ে মাঠে নেমেছেন।ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে হবে বহুল প্রতীক্ষিত বহুমাত্রিক লড়াই।

গণসংযোগ শেষে আখতার হোসেন বলেন,আমার রাজনীতি ক্ষমতার নয়, জনগণের।উন্নয়ন–বঞ্চিত রংপুরকে আমরা সমৃদ্ধির পথে নিতে চাই। মানুষকে সঙ্গে নিয়েই আমরা এই লড়াই জিতব, ইনশাআল্লাহ।

 

মন্তব্য (০)





image

শেখ হাসিনার রায় হলে নির্বাচনে কোনো বাধা নেই: সারজিস

জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চ...

image

‎পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি...

image

শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, বাস্তবে তা সম্পূ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপ...

image

নাশকতার মামলায় মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীর অব্যাহতি

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার এক মামলায় বিএন...

image

সারকারখানা থেকে হাজার কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ: মঈন খান

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খ...

  • company_logo