
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার এতোটাই লুটপাট ও দুর্নীতিগ্রস্থ ছিল যে নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করেছে। যেটি তৈরি করতে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতির জন্যই তারা নতুন সারকারখানা তৈরির প্রকল্প এনে চালু থাকা দুটি সারকারখানা ভেঙে ফেলেছে। শিল্পাঞ্চল খ্যাত পলাশকে মরুভূমিতে পরিণত করেছে।
রোববার (১২ অক্টোবর) বিকালে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা কারখানাটি উৎপাদনে না এনে অন্য সারকারখানা থেকে সার এনে উৎপাদন চালুর উদ্বোধন দেখিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না।
মঈন খান বলেন, চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা কথা দিতে চাই, ইনশাআল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে ধনী-গরীবের মধ্যে যে বৈষম্য তা দূর করে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করব।
ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আ্হ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান...
নিউজ ডেস্ক : পঞ্চগড়ে পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় চটে...
নিউজ ডেস্ক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ...
নিউজ ডেস্ক : ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি চেয়ারপারসন...
ফরিদপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৫ দফা দাব...
মন্তব্য (০)