
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর গনমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা আমীর মাওলানা বদরুদ্দীন এর নেতৃত্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে শহরের জনতা ব্যাংকের মোড় হতে এক গন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ পরবর্তী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে ফরিদপুর জেলা জামায়াতে নায়েবে আমীর মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর মো. আবু হারিচ মোল্লা, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী, সদর উপজেলা সেক্রেটারী মো. জসিম উদ্দিন, পৌর শাখার আমীর ড. এহসানুল মাহবুব রুবেল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গনভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাস্টিট সরকারের সকল জুলুম -নির্যাতন, গনহত্যা ও দূনীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান।
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খ...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান...
নিউজ ডেস্ক : পঞ্চগড়ে পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় চটে...
নিউজ ডেস্ক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ...
নিউজ ডেস্ক : ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি চেয়ারপারসন...
মন্তব্য (০)