• লিড নিউজ
  • জাতীয়

মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তরা: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত সব মামলা বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলার অভিযুক্ত সবাই দায়মুক্তি পাবেন। একইসঙ্গে এই আইন সম্পর্কিত তদন্তাধীন মামলাগুলোও বাতিল হয়ে যাবে।

‎শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেন।

‎তিনি তার পোস্টে বলেন, ‘গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।’

‎মামলাগুলো বাতিল করার এই পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ সংশোধনের মাধ্যমে। এই অধ্যাদেশের ৫০ ধারা সংশোধনের প্রস্তাব বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সংশোধনীর মাধ্যমে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল করে একটি ধারা যুক্ত করা হচ্ছে, যা অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের মুক্তির পথ সুগম করবে।

‎প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের প্রস্তাবসহ মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক :  লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি। বৃহস্...

image

চলতি মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়

নিউজ ডেস্ক : অক্টোবরে বঙ্গোপসাগরে অন্তত ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার ...

image

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসা...

image

দেশের সব বিমানবন্দরে ১০ বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন হিথরো, ব্রাসেলস ও বার্লিনসহ ইউরোপের বেশ ...

image

সৌদিয়া ঢাকায় অত্যাধুনিক সিটি টিকিটিং অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সাউদিয়া আনুষ্ঠানিক...

  • company_logo