
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম, এনডিইউ, পিএসসি মৃত্যুবরণ করেছেন। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে এ শোকবার্তা জানানো হয়।
ফেসবুক পোস্টে নৌবাহিনী জানায়, ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম তার সামরিক জীবনে বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে নেতৃত্ব দিয়ে নৌবাহিনীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা অর্জন করেছে।
পোস্টে বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি এক কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন তিনি।
সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন।
নিউজ ডেস্ক : লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি। বৃহস্...
নিউজ ডেস্ক : অক্টোবরে বঙ্গোপসাগরে অন্তত ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার ...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসা...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন হিথরো, ব্রাসেলস ও বার্লিনসহ ইউরোপের বেশ ...
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সাউদিয়া আনুষ্ঠানিক...
মন্তব্য (০)