ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ নেতৃত্ব, জনবান্ধব কার্যক্রম এবং পেশাদারিত্বের স্বীকৃতি সমুন্নত স্বরূপ অনন্য অবদান রাখায় পাবনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার মনজুরুল আলম।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সের সভাকক্ষে মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (সেপ্টেম্বর মাস) নির্বাচনের মূল্যায়নের পর মনজুরুল আলমের হাতে সম্মাননা (ক্রেস্ট) ও পুরস্কার তুলে দেন পাবনার পুলিশ সুপার মোরতোঁজা আলী খান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যগন।
জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ নেতৃত্ব, জনবান্ধব কার্যক্রম এবং পেশাদারিত্বের স্বীকৃতি সমুন্নত স্বরূপ অনন্য অবদান রাখায় মনজুরুল আলম কে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। একইসঙ্গে তার এ সাফল্যে চাটমোহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছেন।
মাগুরা প্রতিনিধি: জনগণের আস্থা ও সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মা...
নিউজ ডেস্ক : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারক...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সেপ্টেম্...
নিউজ ডেস্ক : রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাক...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জন উর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন কর...

মন্তব্য (০)