
ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের জিলানীনগর এলাকায় গরু লুটে ব্যর্থ হয়ে মো. এহেসান (৩২) নামে এক প্রহরীকে ছুরিকাঘাত করেছে মুখোশধারী একদল ডাকাত। এ ঘটনায় স্থানীয় খামারিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সন্দিপ্যা পাড়ার জিলানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত প্রহরী মো. এহেসান একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনামুড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রায় ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল খামারে গরু লুটের উদ্দেশ্যে প্রবেশ করে। প্রহরী এহেসান ডাকাতদের উপস্থিতি টের পেয়ে খামারের মালিককে ফোন করলে, ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে গলা ও পেটে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এহেসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ছদাহা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হামিদা বেগম বলেন, “খবর পেয়ে আমি এলাকাবাসী নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।”
খামারের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, “প্রহরী এহেসান সাহসিকতার সঙ্গে ডাকাতদের মুখোমুখি হয়েছিল। তার সতর্কতায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছি। এ ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধু...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ব্যাংকিং খাত...
মন্তব্য (০)