• সমগ্র বাংলা

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : পুলিশের এক কর্মকর্তাকে (উপ-পরিদর্শক) হত্যার ১৪ বছর পর লিয়াকত শেখ লিয়া (৪২) নামে একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।

 মঙ্গলবার দুপুরে ঢাকা দুপুরে ঢাকা জেলার ধামরাইয়ের চরডাউটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। 

পরে সন্ধ্যায় ফরিদপুর র‍্যাব কার্যালয়ে তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা এএসপি মিজানুর । 

সে রাজবাড়ী জেলা সদরের নিমতলা এলাকার রহমত শেখের ছেলে এবং দীর্ঘদিন যাবৎ চরডাউটিয়া এলাকা রাজু আহমেদ ছদ্মনামে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল বলে র‍্যাব জানিয়েছেন। 

র‍্যাব জানান, গ্রেফতারকৃত লিয়াকত শেখের বিরুদ্ধে ২০১১ সালের ২৪ আগস্ট ঝিনাদহের ডাকবাংলো পুলিশ ক্যাম্পে কর্মরত এস আই (উপ-পরিদর্শক) মিরাজুল ইসলামকে হত্যার অভিযোগে ঝিনাইদহ থানায় মামলা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামী সে। ওই মামলায় চলতি বছরের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। এরপর দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা সহ ৬ টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা এএসপি মিজানুর বলেন,  "ওই বছরের ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি পানি ভর্তি ডোবা থেকে পুলিশ তাঁর পোশাক পরিহিত হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে। সন্ত্রাসীরা তার কাছে থাকা অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও জানান- গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় হাজারো মা...

ফরিদপুর প্রতিনিধি : যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্...

image

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পর...

পাবনা প্রতিনিধি : রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগ...

image

বগুড়ায় বিষাক্ত মদপানে একের পর এক ৪ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত দেশি মদপান...

image

যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ...

image

পাবনায় লাশ দাহ করতে পাওনাদারের বাঁধা: পুলিশের হস্তক্ষেপে ...

পাবনা প্রতিনিধি : ভাতিজার কাছে পাওনা টাকা পাবার অভিযোগে কাকা...

  • company_logo