
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে কুড়িগ্রামের চিলমারীতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। সোনারী পাড়া মীম ছীন বালিকা মাদ্রসার সুপার ইস্কেন্দার মির্জা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার আব্দুল হালিমসহ একটি প্রভাবশালী মহল একটি পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষাথর্ী ও অভিভাবকরা।
এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে পকেট কমিটি গঠনের প্রক্রিয়া মাদ্রাসার অভিভাবকরা তা অবিলম্বে বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে গত (৭ অক্টোবর) লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিভাবক মো. নজরুল ইসলাম।
অভিযোগে জানা যায়, সোনারী পাড়া মীম ছীন বালিকা মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা নিবার্হী কার্যালয় থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মো. আব্দুল হালিমকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে একাডেমিক সুপার ভাইজার কোন প্রকার তফশীল ঘোষণা না করে গোপনে সুপারের আত্মীয় শিক্ষাথর্ী অভিভাবককে নিয়ে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া করেন।
শিক্ষাথীর অভিভাবক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা চাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ম অনুযায়ী তফশিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে গঠিত হোক।’
মাদ্রাসার সুপার ইস্কেন্দার মির্জা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। সকলের অংশগ্রহণে কমিটি গঠন করা হয়েছে।’
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম বলেন, ‘শিক্ষা বোর্ড নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী নিবার্চনের প্রক্রিয়া শেষ করা হয়েছে।’
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন,‘বিষয়টি সম্পূর্ণ শিক্ষাবোর্ড-সংশ্লিষ্ট। অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুর প্রতিনিধি : যুব সমাজকে মোবাইল ও নেশার আসক্...
পাবনা প্রতিনিধি : রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত দেশি মদপান...
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : ভাতিজার কাছে পাওনা টাকা পাবার অভিযোগে কাকা...
মন্তব্য (০)