
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : বিদ্যমান সার নীতিমালা বহাল রাখাসহ ৮ দফা দাবিতে আজ সোমবার দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছেন বিসিআইসির সার ডিলার বাংলাদেশ ফাটিলাইজার এসোসিয়েশনের নেতারা। জেলার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার বরাদ্ধ এবং ১৫ বছর আগে নির্ধারিত বস্তাপ্রতি কমিশন ১শত টাকা থেকে বাড়িয়ে ২শত টাকা নির্ধারনসহ ৮ দফা দাবি পেশ করেছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন এসোসিয়েশনের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হুসেন। এসময় উপস্থিত ছিলেন, কমিটির নেতা জহুরুল হক খান, আকবর হোসন, শাহীদ আলী, মশিয়ার রহমান, মকসেদুর রহমানসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরে বিসিআইসির ১৩০ জন এবং বিএডিসির নিয়োজিত আরো ২৭০ থেকে ২৮০ জন ডিলার রয়েছে। ২০০৯ সালের বিতরন নীতিমালা পরিবর্তন করা হলে তাদের ৩০ বছর ধরে চলা ব্যবসা ক্ষতিগ্রস্হ হবে। ডিলার বৃদ্ধির সাথে সারের সরবরাহ বাড়ানো না হলে কৃষকের দোরগড়ায় সার পৌছাবেনা। বাজারে সারের ঘাটতি নন ইউরিয়াভূক্ত সারের। কৃষি সম্প্রসারন চাহিদার তুলনায় ৪০ শতাংশ সরবরাহ করে থাকে। ইউরিয়ার পাশাপাশি টিএসপি, ডিআইপি সারের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। চাহিদামত সরবরাহ বাড়ানো হলে সুলভ মূল্যে কৃষকের কাছে সার পৌছানো সম্ভব হবে। কিন্ত শুধু ডিলার বাড়ানো হলে সার নিয়ে টানাটানির কারনে ব্যবস্হাপনা বিপর্যস্ত হলে কৃষক ক্ষতিগ্রস্হ হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সারের ডিলার বৃদ্ধিতে তাদের কোন আপত্তি নেই। সেই সাথে বাড়াতে হবে চাহিদা মত সার সরবরাহ।
একই দাবিতে অন্যান্য জেলাতেও ডিলাররা সংবাদ সম্মেলন করেছেন বলে জানিয়েছেন তারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলন কর্মসূচিতে যাবেন বিসিআইসির সার ডিলাররা।
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় আকবর ফকির (৬০) নামের এক ই...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে টিকটক অ্যাপের মাধ্...
নিউজ ডেস্কঃ পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা জটিল...
মন্তব্য (০)