• লিড নিউজ
  • জাতীয়

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: র‍্যাব মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন মানসিকতার লোকজন আছেন, যারা বিভিন্ন উৎসবে বিশৃঙ্খলার জন্য ছোটখাটো ঘটনা ঘটান। তবে এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্দিরে, মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।’

‎র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে, ২৪ সেপ্টেম্বর সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।  সিসিটিভির ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকলে কাপুরুষ ও নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।’

‎তিনি আরও বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা কঠোর নজরদারি রাখবে প্রতিটি পূজামণ্ডপে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।’

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবগত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার হলেই ভেরিফাই করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পূজামণ্ডপে সব বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে বলেও উল্লেখ করেন র‍্যাব মহাপরিচালক।’

মন্তব্য (০)





image

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদ...

নিউজ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইট...

image

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধা...

নিউজ ডেস্ক : দীর্ঘসময় বিমানযাত্রা শেষে নিউইয়র্কে অবতরণের পর বিশ্রাম না ন...

image

নিউইয়র্কে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দর...

image

জাতিসংঘের অধিবেশন শুরু, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে...

image

তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে...

  • company_logo