• তথ্য ও প্রযুক্তি

জরুরি মেসেজ মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে আরও একটি নতুন ফিচার। এ ফিচারের নাম হচ্ছে—‘হোয়াটসঅ্যাপ মেসেজ রিমাইন্ডার’, যা সময় নিয়ে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো আবার মনে করিয়ে দেবে। চলুন জানা যাক কি আছে সেই অ্যাপে—

‎হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে কোনো একটি জরুরি মেসেজ  এসেছে। সেটি সময় স্বল্পতার কারণে সেই মুহূর্তে দেখতে পারছেন না। পরে ভালো করে দেখবেন বলে ভেবে রেখেছেন। কিন্তু পরে বেমালুম ভুলে গেলেন। আর যখন মনে পড়ল, ঠিক তখন তাড়াহুড়োয় শয়ে শয়ে মেসেজের ভিড়ে তা আর খুঁজেই পেলেন না।

‎ঠিক তেমনই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন হোক কিংবা অফিসের কোনো জরুরি বার্তা, যা একবার দেখে ভুলেই গেছেন এবং পরে সমস্যায় পড়েছেন, এমন ঘটনাও কম নয়। আপনার প্রতিদিনের ব্যস্ততায় সব কিছু মনেও থাকে না। এই মনে করিয়ে দেওয়ার দায়িত্বই নিচ্ছে হোয়াটসঅ্যাপ। আর এই 'হোয়াটসঅ্যাপ মেসেজ রিমাইন্ডার’ আপনার সময় ধরে গুরুত্বপূর্ণ চ্যাটগুলো মনে করিয়ে দেবে।

‎ফিচারটি আপাতত আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। আইওএস ভার্সন ২৫.২৫.৭৪-এ ফিচারটির সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য খুব তাড়াতাড়ি ফিচারটি নিয়ে আসা হবে বলেও হোয়াটসঅ্যাপ সূত্র জানায়। তাদের জন্য ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

‎আর নতুন ফিচারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো সেটি অনেকটা অ্যালার্ম ঘড়ির মতো কাজ করবে। এতে অ্যাকশন মোড রয়েছে। সেখানে গিয়ে যে মেসেজটি আপনি মনে রাখতে চান, সেটিতে ‘রিমাইন্ডার’ দিয়ে রাখতে হবে। যেমন ফোনে আপনি রিমাইন্ডার সেট করেন, তেমনই হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রেও তা করা যাবে। আর রিমাইন্ডার সেট হওয়ার পর হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট দিনে বা সময়ে গিয়ে নোটিফিকেশন দেবে। একটি বেল আইকন আসবে। সেখানে ক্লিক করে সেই মেসেজটি পড়া যাবে। ফের চ্যাটে ঢুকে মেসেজ স্ক্রল করার প্রয়োজন হবে না। সরাসরি মেসেজটি স্ক্রিনে ভেসে উঠবে। যদি কোনো ছবি বা অডিও, ভিডিও থাকে, তা হলে সেটিও স্ক্রিনে দেখাবে।

‎প্রথমত হোয়াটসঅ্যাপে প্রতিদিন শয়ে শয়ে মেসেজ আসে। এর মধ্যে জরুরি চ্যাট হারিয়ে যায় প্রায়শই। মেসেজ রিমাইন্ডারে আপনি একটি নির্দিষ্ট সময় বা তারিখ সেট করতে পারবেন, যখন আপনাকে সেই মেসেজটি দেখানো হবে। দ্বিতীয়ত বন্ধুদের সঙ্গে করা প্ল্যান কিংবা পরিবারের সদস্যদের জরুরি কথা মনে করিয়ে দেবে রিমাইন্ডার।

‎তৃতীয়ত অফিসের কাজের ডেডলাইন বা জরুরি তথ্য পাঠানোর সময় ও তারিখও মনে করাবে রিমাইন্ডার। আরও একটি সুবিধা হলো— আপনি যে রিমাইন্ডার সেট করছেন, তা আর কেউ বুঝতে পারবে না। শুধু মেসেজের বেল আইকনটি আপনিই দেখতে পাবেন। এতে গ্রাহকের গোপনীয়তা বজায় থাকবে।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপের ৫টি সিক্রেট টিপস যা অনেকেই জানে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে ...

image

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের জরুরি সতর্কতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০&rsqu...

image

আপনার হোয়াটসঅ্যাপ কে চালাচ্ছে!

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...

image

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন ১৩ গ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হ...

image

ইমেইল-পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক :  আমাদের অনেকেরই এমন একটি ফেসবুক আইডি আছে, যা...

  • company_logo