• তথ্য ও প্রযুক্তি

দ্রুত ও গভীর বিশ্লেষণ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে চ্যাটজিপিটি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘থিংকিং টাইম টগল’ নামে নতুন একটি অপশন চালু করছে চ্যাটজিপিটি অ্যাপের ওপেনএআই। এর মাধ্যমে কাঙ্ক্ষিত উত্তর ‘স্ট্যান্ডার্ড’ নাকি ‘এক্সটেন্ডেড’ চান তা ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা।

‘স্ট্যান্ডার্ড’ হলো ডিফল্ট সেটিং, যেখানে গতি ও বিশ্লেষণ ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আর ‘এক্সটেন্ডেড’ অপশনটি ছিল প্লাস ব্যবহারকারীদের জন্য আগের ডিফল্ট মোড, যা এখনো চালু আছে। 

পাশাপাশি চ্যাটজিপিটি প্রো ব্যবহারকারীরা ‘লাইট’ ও ‘হেভি’ নামে আরও দুটি অতিরিক্ত বিকল্প পাবেন। লাইট হলো সবচেয়ে দ্রুত উত্তর দেওয়ার মোড, যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হেভি মোড ব্যবহারকারীর জটিল প্রশ্নের ক্ষেত্রে গভীরভাবে বিশ্লেষণ করে উত্তর দেবে চ্যাটজিপিটি। তবে এতে সময় বেশি লাগতে পারে।

প্রযুক্তি সাইট টেকরেডার বলছে, ব্যবহারকরীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই নতুন ফিচারটি চালু করা হয়েছে। জিপিটি-৫ থিংকিং মোডে উত্তর দিতে অনেক বেশি সময় নিচ্ছে বলে অভিযোগ করেছিলেন অনেকে।

ওপেনএআই এর ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে- আমরা শুনেছি, আপনাদের মধ্যে অনেকে মনে করছেন জিপিটি-৫ থিংকিংয়ের উত্তর দিতে বেশি সময় লাগে। এখন আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন, কখন দ্রুত উত্তর চাইবেন আর কখন বিস্তারিত।

ওপেনএআই বলছে, লাইট ও স্ট্যান্ডার্ড অপশনে বিশ্লেষণ প্রক্রিয়া থাকলেও উত্তর দ্রুত পাওয়া যায়। অন্যদিকে হেভি ও এক্সটেন্ডেড অপশনে উত্তর তৈরির জন্য বেশি সময় লাগে, তবে জটিল এবং গভীর প্রশ্নে আরও নির্ভুল ও পরিপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়।

থিংকিং মোডের গতি বাড়াতে যা করতে হবে

চ্যাটজিপিটির থিংকিং মোডের গতি বাড়াতে চাইলে ওয়েবে চ্যাটজিপিটির উপরে থাকা মডেল সিলেক্টরে ক্লিক করতে হবে। যেখানে লেখা থাকে ‘চ্যাটজিপিটি-৫’। সেখান থেকে অটো, ইনস্ট্যান্ট, থিংকিং মিনি ও থিংকিং অপশন পাওয়া যাবে।

যদি থিংকিং বেছে নেন তবে মেসেজ উইন্ডোর ভেতর একটি নীল রঙের ‘থিংকিং’ বাটন দেখা যাবে। এর ড্রপ-ডাউন মেন্যু থেকে প্লাস ব্যবহারকারীরা স্ট্যান্ডার্ড ও এক্সটেন্ডেড মোডের মধ্যে বেছে নিতে পারবেন। অন্যদিকে প্রো ব্যবহারকারীরা অতিরিক্ত আরও দুটি অপশন পাবেন লাইট ও হেভি।

এ প্রক্রিয়া মোবাইলে আসবে কবে?

এতে একটি সীমাবদ্ধতা রয়ে গেছে। এই ফিচার এখনো শুধু ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। আইওএস বা অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এটি চালু হয়নি। এ বিষয়ে ওপেনএআই বলেছে, কয়েক সপ্তাহের মধ্যে মোবাইল অ্যাপেও এটি যোগ করা হবে।

অন্যদিকে, ফ্রি ব্যবহারকারীরা আপাতত এ সুবিধা পাবেন না। তাদের জন্য কেবল স্ট্যান্ডার্ড মোডে চ্যাটজিপিটি-৫ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ নতুন থিংকিং টগলটি আসলে ওপেনএআইয়ের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপের ৫টি সিক্রেট টিপস যা অনেকেই জানে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে ...

image

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের জরুরি সতর্কতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ১০&rsqu...

image

আপনার হোয়াটসঅ্যাপ কে চালাচ্ছে!

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...

image

বিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন ১৩ গ্রাম

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ছোট ফোন এখন আপনার হ...

image

ইমেইল-পাসওয়ার্ড ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক :  আমাদের অনেকেরই এমন একটি ফেসবুক আইডি আছে, যা...

  • company_logo