• লিড নিউজ
  • শিক্ষা

ডাকসু নির্বাচন শারীরিক শিক্ষা‌ কেন্দ্রে ভোট পড়েছে ৪ হাজার ৪৪টি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের ৩টি বুথের ভোটের হার প্রকাশ করা হয়েছে। এই কেন্দ্রে ভোটার ছিলেন ৪ হাজার ৮৬১টি। এর ম‌ধ্যে ৪ হাজার ৪৪টি ভোট পড়েছে। 

শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের হল গুলো হলো- জগন্নাথ হল,  সা‌র্জেন্ট জহুরুল হক হল ও স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হল। 

শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের তিন‌টি বু‌থের ম‌ধ্যে জগন্নাথ হলের মোট ভোটার সংখ‌্যা ২ হাজার ২২২ জন এখানে ভোট পড়েছে ১ হাজার ৮৩১‌টি অর্থাৎ ৮৩ শতাংশ। আর অনুপস্থিত ছি‌লেন ৩৯১ জন।

তিনি বলেন, সা‌র্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ‌্যা ১ হাজার ৯৬৩ জন। এখানে ভোট পড়েছে ১ হাজার ৬৬০টি অর্থাৎ ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ। আর অনুপস্থিত ছি‌লেন ৩০৩ জন। 

শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা বলেন, স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ‌্যা ৬৬৯ জন। মোট ভোট পড়েছে ৫৫৩ টি অর্থাৎ ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ। আর অনুপ‌স্থিত ছি‌লেন ১১৬ জন।

তিনি বলেন, সব‌মি‌লে শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন হ‌লের মোট ভোট সংখ‌্যা ৪ হাজার ৮৬১টি। এর ম‌ধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট পড়েছে। 

 

মন্তব্য (০)





  • company_logo