
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে নারীদেরকে উত্ত্যাক্ত করে কিশোর গ্যাং এর সদস্যরা, তাদের বাধা দেওয়ায় ওষুধ ব্যবসায়ীকে ইটের আঘাতে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামী কিশোর গ্যাং লিডার মো. রুবেলকে (২৭) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে অস্ত্রসহ বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার মসজিদ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। আজকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক।
গ্রেপ্তারকৃত মো. রুবেল (২৭) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আলী আকবরের ছেলে।
নিহত মো. হাসিবুল ইসলাম বাদশা (৪০) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে। তিনি মসজিদ মোড় এলাকায় মা মনি নামক একটি ফামের্সী পরিচালনা করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি মাওনা চৌরাস্তা মসজিদ মোড় এলাকায় ওষুধ ব্যবসায়ী হাসিবুলকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা । ঘটনার পর থেকে চিহ্নিত সন্ত্রাসী রুবেল আত্নগোপনে ছিলো। গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একাধিক সদস্য নিয়ে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার একটি সুরুঙ্গ পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে। এ মামলায় রুবেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ...
জামালপুর প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)-এর নীতি ও সেবা সম্পর্কে জ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রি...
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মায়ের লিখিত অভিযো...
মন্তব্য (০)