• সমগ্র বাংলা

‎রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডকে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে যুক্ত করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

‎এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার (৭সেপ্টেম্বর)দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। এতে বক্তব্য দেন রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুম, সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু, মো. মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান ও আদর রহমান প্রমুখ।

‎মানববন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসক ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‎উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে রংপুর-১ আসনের আওতায় সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুক্ত করা হয়। স্থানীয়রা একে ‘অযৌক্তিক ও জনগণের সঙ্গে বেইমানি’ বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। তাঁদের দাবি, ৯নং ওয়ার্ডকে রংপুর-৩ আসনে ফেরত না দিলে পরবর্তী নির্বাচনে এই এলাকার মানুষের ভোটাধিকার কার্যত ক্ষুণ্ণ হবে।

‎স্থানীয়রা আরও বলেন, আসন পুনর্বিন্যাস জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। জনগণকে বাদ দিয়ে হঠাৎ করে গেজেট প্রকাশ করলে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁরা জানান, এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

‎সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী তার বক্তব্যে বলেন, “ঐতিহাসিকভাবেই রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে জনগণের মতামত উপেক্ষা করে একে রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের দাবি, অবিলম্বে এই গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে ফিরিয়ে আনা হোক। অন্যথায় কঠোর ও  বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

‎এসময় বক্তারা বলেন, এ সিদ্ধান্তে স্থানীয়দের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। রংপুর-৩ আসনের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা ও জনগণের আবেগ-অনুভূতিকে উপেক্ষা করে এভাবে সীমানা পরিবর্তন অগ্রহণযোগ্য। তাঁরা দাবি জানান, নির্বাচন কমিশনকে জনগণের মতামতকে সম্মান জানাতে হবে।

মন্তব্য (০)





image

‎রংপুরে নারীকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামিকে গ্রেফতার করেছ...

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে...

image

গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, পরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...

image

‎গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...

image

ঠাকুরগাঁওয়ে সম্মেলন শেষে মাঠ পরিষ্কার করে দিলেন বিএনপির ...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠে ...

image

বরুড়ায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা বরুড়া উপজেলার হরুয়া জমিদা...

  • company_logo