
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডকে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে যুক্ত করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার (৭সেপ্টেম্বর)দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী। এতে বক্তব্য দেন রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুম, সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু, মো. মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান ও আদর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসক ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে রংপুর-১ আসনের আওতায় সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুক্ত করা হয়। স্থানীয়রা একে ‘অযৌক্তিক ও জনগণের সঙ্গে বেইমানি’ বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। তাঁদের দাবি, ৯নং ওয়ার্ডকে রংপুর-৩ আসনে ফেরত না দিলে পরবর্তী নির্বাচনে এই এলাকার মানুষের ভোটাধিকার কার্যত ক্ষুণ্ণ হবে।
স্থানীয়রা আরও বলেন, আসন পুনর্বিন্যাস জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। জনগণকে বাদ দিয়ে হঠাৎ করে গেজেট প্রকাশ করলে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁরা জানান, এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।
সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী তার বক্তব্যে বলেন, “ঐতিহাসিকভাবেই রংপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে জনগণের মতামত উপেক্ষা করে একে রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের দাবি, অবিলম্বে এই গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে ফিরিয়ে আনা হোক। অন্যথায় কঠোর ও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
এসময় বক্তারা বলেন, এ সিদ্ধান্তে স্থানীয়দের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। রংপুর-৩ আসনের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা ও জনগণের আবেগ-অনুভূতিকে উপেক্ষা করে এভাবে সীমানা পরিবর্তন অগ্রহণযোগ্য। তাঁরা দাবি জানান, নির্বাচন কমিশনকে জনগণের মতামতকে সম্মান জানাতে হবে।
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠে ...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা বরুড়া উপজেলার হরুয়া জমিদা...
মন্তব্য (০)