
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত।শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর এলাকায় জেলা সদর রোডে তার বাসভবনে এই ঘটনা ঘটে।
শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন বলে জানা গেছে।
বাড়ির কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাইরের দিক থেকে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। তারপর দুই-তিনজন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা গাড়িও ভাঙচুর করে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। সরেজমিনে গিয়ে দেখতে পান বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা অবস্থায় ছিলো।
ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠে ...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা বরুড়া উপজেলার হরুয়া জমিদা...
মন্তব্য (০)