• রাজনীতি

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গাবতলীতে বিএনপির বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালী

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার বিকেলে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সকল ইউনিটের নেতৃবৃন্দদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক সমাবেশ। যেখানে উপজেলার ১২টি ইউনিয়ন ছাড়াও পুরো পৌর এলাকা থেকে প্রায় ৫ থেকে ৭ হাজার নেতাকর্মী রঙিন সাজে পৃথক পৃথক ব্যানারে যোগদান করে।
গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার হনন করেছিলো। ভোটচুরির মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলো তারা। আজ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারাদেশের কোটি কোটি মানুষ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। হেনা বলেন, দেশে নির্বাচন ঘিরে কিছু ষড়যন্ত্র শুরু হয়েছে। সাধারণ মানুষ যে পিআর পদ্ধতি সম্পর্কে জানেই না অথচ কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে প্রহসন শুরু করেছেন যা রুখে দিবে এদেশের সাধারণ জনগণ।
সমাবেশে সভাপতি মোরশেদ মিল্টন ও বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ তাদের বক্তব্যে বিগত ভোটবিহীন ফ্যাসিস্ট সরকারের সময় গাবতলীবাসী নানা দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরেন। নেতৃবৃন্দরা বলেন, বগুড়ার গাবতলী হলো শহীদ জিয়াউর রহমানের পূন্যভূমি। এই আসন থেকে জয়ী হয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিন-তিনবার দেশের প্রধানমন্ত্রীত্ব করেছেন। গাবতলীর যেটুকু উন্নয়ন হয়েছে তা সে সময়ই সাধিত হয়েছে। তারা বলেন, আবারও সুদিন আসছে। যে গাবতলীর অলিগলি পাড়া মহল্লায় ঘুরে বেরিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আবারো বীরের বেশে এই বাংলাদেশে ফিরবেন।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মমিনুল হাসান মমিন এবং সাহাদত হোসেন খান সাগর।
সমাবেশ শেষে বাদ্যযন্ত্রের তালে সুসজ্জিত একটি র‍্যালী বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে গাবতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলীতে এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীরা নানা স্লোগানের সাথে সাথে উচ্ছ্বাসে মেতে ওঠেন। এর আগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিক...

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বা...

image

শার্শায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (...

image

‎ঈশ্বরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...

image

কালিয়াকৈরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাব...

image

‎জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল...

  • company_logo