• স্বাস্থ্য

‎স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ “স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ” এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রাজধানীর বিশিষ্ট সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
‎সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে ফিজিওথেরাপিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে পুনর্বাসন, দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়, দুর্ঘটনাজনিত জটিলতা মোকাবিলা, এমনকি বয়স্ক ও প্রতিবন্ধী রোগীদের সেবায় ফিজিওথেরাপি অপরিহার্য।

‎বক্তারা আরো বলেন, স্বাস্থ্যসেবার মূলধারায় ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি শুধু রোগীদের চিকিৎসা ব্যয় কমাবে না, বরং মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং ফিজিওথেরাপিস্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo