
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার তিনজন ও রোববার নয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১ হাজার ৮৩১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের।
২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৩১ জনে।
নিউজ ডেস্কঃ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্...
নিজস্ব প্রতিবেদকঃ ধর্ষণের শিকার এক শিশুর পরিবারের সঙ্গে অশোভ...
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকা...
নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য খাতে বিনিয়োগের গুরুত্ব নিয...
লালমনিরহাট প্রতিনিধি: সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক ...
মন্তব্য (০)