
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটি দখলের অভিযানে গিয়ে ভূখণ্ডটি নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী।
শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ সংঘাতে ইতোমধ্যে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর ১১ সেনা। এছাড়া নিখোঁজ আছেন আরও ৪ সেনা। খবর আনাদোলু এজেন্সির।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল আই২৪ এবং অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছিলেন ইসরায়েলি সেনারা। সে সময়ে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন তারা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় আইডিএফ এবং আল-কাসাম ব্রিগেডের মধ্যে সবচেয়ে গুরুতর যেকয়টি সংঘাত হয়েছে, সেগুলোর মধ্যে এটি অন্যতম।
এদিকে, নিজেদের সংবাদমাধ্যমগুলোকে সংঘাতের হালনাগাদ তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিজ্ঞপ্তিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়া, নিখোঁজ সেনারা হামাসের হাতে বন্দি হয়েছে কি না— সেই সংশয়ও দেখা দিয়েছে। কারণ, শনিবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় আল কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার আবু উবেইদা বলেছেন, যারা ভুলে যায় তাদের আমরা স্মরণ করিয়ে দিই, মৃত্যু অথবা বন্দিদশা।
নিজের পোস্টে গাজা সিটিতে সংঘাতের কিছু ছবিও পোস্ট করেছেন আবু উবেইদা। এতে তিনি বলেছেন, ইসরায়েল যদি সম্পূর্ণ গাজা দখলের পরিকল্পনা ত্যাগ না করে, তাহলে তা ইসরায়েলের সরকার এবং সামরিক নেতৃত্ব— উভয়ের জন্যই বিপর্যয়কর হবে।
আবু উবেইদা আরও বলেন, গাজার যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী এবং আল-কাসাম ব্রিগেডের যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে— সেসব এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশপাশি ইসরায়েলি জিম্মিরাও আছে, যাদেরকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় বন্দি করা হয়েছিল। যদি এই সংঘাতে কোনো ইসরায়েলি জিম্মি নিহত হয়, তাহলে ওই জিম্মির নাম-পরিচয় সব আমরা প্রকাশ করে দেবো এবং হত্যার দায় সম্পূর্ণ ইসরায়েলি বাহিনীর ওপর বর্তাবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে গাজা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অভিযান শুরুর আগে গাজাকে ‘বিপজ্জনক সংঘাতপূর্ণ এলাকা’ বলে ঘোষণা করে আইডিএফ।
নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিড...
নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যায়ভিত্তিক বহ...
নিউজ ডেস্ক : ইসরাইলি সেনারা শুক্রবার থেকে গাজা সিটিতে ‘ভয়াবহ হামলা...
নিউজ ডেস্ক : গাজায় যুদ্ধ নিয়ে টানাপোড়েনের জেরে আগামী মাসে লন্ডনে অনুষ্ঠি...
নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ভবনের বাইরে বেশকিছুদিন ধরে আন্দোল...
মন্তব্য (০)