• বিনোদন

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন

  • বিনোদন

ফাইল ছবি

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পর্দায় সেভাবে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই সরব। বিভিন্ন ইস্যুে নিয়ে প্রায় কথা বলতে দেখা যায় তাকে। এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক নিয়ে কথা বললেন শাওন।

এনসিপি নেতাদের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শাওন বললেন, মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল! 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করছেন! উনার ভাষ‍্যমতে গত ১৫/২০ বচ্ছরে অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারে নাই! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নিবে।

এর পর শাওন লেখেন, ‘৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস‍্যু’ও নাকি আছে যেটা ওনাদের মতে দ্রুত সলভ (!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!

শাওনের পোস্টে এ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। অনেকেই শাওনের সঙ্গে একমত পোষণ করছেন।

কেউ মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, ‘কেন পাকিস্তান? আর আপনাদের এই দায়িত্ব কে দিয়েছে?’ কারো মন্তব্য, ‘পাকিস্তান চাই না। পাকিস্তানের কিছু ডিল চাই না।’ কেউ বলেছেন, ‘ওনাদের কাছ থেকে কি শিখব। বুঝলাম না কিছুই।’

উল্লেখ্য, ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকার পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, পাকিস্তানের দূতাবাস থেকে এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে তারা বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন। দুই দেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং এই উন্নতির জন্য একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী ‘৭১ ডিল’ শব্দটি উচ্চারণ করেন। যা ঘিরে এই পোস্ট দিলেন শাওন।

মন্তব্য (০)





image

জন্মদিনে সাফা কবিরকে চমকে দিলেন কে সেই কিশোরী?

নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নিয়মিতই নাটক-ওটিটি স...

image

‘দেনা পাওনা’য় প্রভা, কেন বারবার বাদ পড়ছেন দীঘি?

বিনোদন ডেস্ক : ফের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ...

image

‎লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক

বিনোদন প্রতিবেদক: দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের গায়িক...

image

‎হাওরের জলবায়ু পরিবর্তন নিয়ে নির্মাণ করা হচ্ছে স্বল্পদৈর্...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্...

image

ইডির সমন পেলেন অঙ্কুশ, কোন মামলায় জড়ালেন অভিনেতা?

বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা...

  • company_logo