
ফাইল ছবি
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নিয়মিতই নাটক-ওটিটি সিরিজে অভিনয় করে যাচ্ছেন। তবে সিনেমায় অভিনেত্রী এখনো অধরাই রয়ে গেছেন।
যদিও প্রায়ই শোনা যায়, সিনেমাতেও নাম লিখতে যাচ্ছেন অভিনেত্রী। তবে সেই সিনেমায় আর নাম লেখা হয়ে ওঠে না। কোথাও ব্যাটে বলে মিলছে না বলেই এখনো সেটি হয়ে ওঠেনি বলে জানান সাফা কবির।
গত শুক্রবার (২৯) আগস্ট ছিল তার জন্মদিন। এই দিনে তাকে নানা দামি উপহার দিয়ে চমকে দেন কাছের মানুষেরা। কিন্তু এবারের জন্মদিনে তিনি পেলেন একেবারেই ভিন্ন ধাঁচের এক উপহার, যা অভিনেত্রীর হৃদয় ছুঁয়ে গেছে। আর এটি অমূল্য স্মৃতি হয়ে তার হৃদয়ে গেঁথে আছে।
এদিকে সাফা কবিরের বাসায় প্রায় পাঁচ মাস ধরে কাজ করছে কিশোরী সানজিদা। বয়স আনুমানিক ১৩-১৪ বছর। কাজকর্মে সানজিদা বেশ ভালো। তবে প্রতিদিনের কাজের ভিড় সামলেই সে চুপিসারে তৈরি করেছিল এক বিশেষ সারপ্রাইজ। বাসার কাজের ফাঁকে বাইরে গিয়ে কিছু ফুল জোগাড় করে নিয়ে আসে সানজিদা।
সে নিজ হাতে র্যাপ করে লুকিয়ে রাখে। শুধু তাই নয়, একটি কাগজে নিজের অনুভূতি লিখে তাতে শুভেচ্ছা জানায় তার প্রিয় ম্যামকে। রঙতুলির আঁচড়ে সে যেন ভালোবাসার রঙ ছড়িয়ে দেয় কাগজজুড়ে। জন্মদিনের মুহূর্তে সাফার হাতে সেই ফুল আর চিরকুট তুলে দেয় সানজিদা।
অবাক হয়ে যান সাফা কবির। খুশিতে তার চোখ ভিজে যায় তার। কারণ এই ছোট্ট কিশোরীর আন্তরিকতায় যে নিখাদ ভালোবাসা মিশে ছিল। আর তাই এই ছোট উপহারটি তার কাছে হয়ে ওঠে জীবনের অন্যতম সেরা উপহার। তিনি বলেন, মাঝে মাঝে হাজার কিংবা লাখ টাকার উপহারও এমন সরল অথচ আন্তরিক উপহারের কাছে ম্লান হয়ে যায়। এটি এখন পর্যন্ত তার প্রাপ্ত সেরা উপহার বলে জানান অভিনেত্রী।
এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে মন্তব্য করেছেন— এটি ভীষণ কিউট। আবার কেউ লিখেছেন— ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসেই। তা সে যে-ই হোক না কেন।
বিনোদন ডেস্ক : ফের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ...
বিনোদন প্রতিবেদক: দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের গায়িক...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্...
বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা...
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্র জগতে এ...
মন্তব্য (০)