
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে জাল নোটে প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। সেই মুহূর্ত দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তখনই গরু বিক্রেতা এই বৃদ্ধকে সাহায্যের হাত বাড়িয়ে দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাকে নিজ খরচে ওমরাহ পালন করতে পাঠাবেন।
অপু বিশ্বাস প্রতিশ্রুতি রাখেন। গত জুলাই মাসে ফাউন্ডেশনের উদ্যোগে ও তার আর্থিক সহযোগিতায় ওমরাহ পালন করতে সৌদি আরব যান রইস উদ্দিন। গত সপ্তাহে দেশে ফিরে তিনি নায়িকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।
মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরে রইস উদ্দিনের বাড়িতে যান অপু বিশ্বাস। তাকে ‘বাবা’ ডেকে দীর্ঘ সময় আড্ডা দেন নায়িকা। পাল্টা আবেগঘন মুহূর্তে রইস উদ্দিনও তাকে ‘মেয়ে’ ডেকে সৌদি থেকে আনা বিশেষ কিছু উপহার দেন। উপহারগুলোর মধ্যে ছিল খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তজবি।
উপহার তুলে দিতে গিয়ে রইস উদ্দিন বলেন, “আমি আমার মেয়ের জন্য উপহার এনেছি।” আর উপহার হাতে পেয়ে অপু বিশ্বাস বলেন, ‘বিশেষ উপহার’ পেয়ে ধন্যবাদ দেয়ার আসলে কিছু নেই যেহেতু উনাকে ‘বাবা’ ডেকেছি। তিনি আমাকে ও আমার সন্তানের জন্য দোয়া করেছেন। সেখান থেকে জমজমের পানি, খেজুর, তজবি, জায়নামাজ এনেছেন, আমি আসলে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো না। বরং বলবো এটা আমার দোয়া।
উল্লেখ্য, কোরবানি ঈদের সময় প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়া রইস উদ্দিনকে প্রথম সহায়তা দেয় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। শুরুতে তারা ৫০ হাজার টাকা সহায়তা দেয়। পরে বিভিন্নভাবে আরও সাহায্য পান তিনি। আর এই উদ্যোগেই স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন অপু বিশ্বাস, যিনি শেষ পর্যন্ত বৃদ্ধ গরু বিক্রেতার স্বপ্ন পূরণে তাকে ওমরাহ পালন করাতে সহযোগিতা করেন।
নিউজ ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নিয়মিতই নাটক-ওটিটি স...
বিনোদন ডেস্ক : ফের নতুন একটি সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ...
বিনোদন প্রতিবেদক: দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের গায়িক...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্...
বিনোদন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা...
মন্তব্য (০)