• জাতীয়

ইউটিউব চ্যানেল খুলল ইসি, এআই নিয়ে সতর্কবার্তা দিলেন সিইসি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউবে নিজেদের অফিসিয়াল চ্যানেল চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলের বিষয়টি জানায় সংস্থাটির জনসংযোগ শাখা। 

‎দেশবাসীর উদ্দেশে সিইসি বলেন, কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। এর মাধ্যমে নির্বাচন ও নির্বাচন-সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে দেশবাসীর কাছে তুলে ধরা হবে। আমাদের এই চ্যানেলে মূলত ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটার হিসেবে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তথ্য থাকবে।

‎তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা। আমরা চাই, তারা যেন সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অবদান রাখতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের আস্থা এবং নির্বাচন ব্যবস্থার প্রতি স্বচ্ছতা অত্যন্ত জরুরি। আমরা আমাদের তথ্যগুলো বিস্তারিত, সহজবোধ্য ও গ্রহণযোগ্য উপায়ে জনগণের সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষের আস্থা ও আমাদের স্বচ্ছতা আরও সুদৃঢ় হয়।

‎সিইসি বলেন, সম্প্রতি একটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার হচ্ছে। মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি অনুরোধ করেন, যেকোনো তথ্য পাওয়ার পর যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করবেন না। তিনি আশা করেন, সবাই নিয়মিত এই চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।

‎এ এম এম নাসির উদ্দিন বলেন, আসুন আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রচারের এই অপচেষ্টা মোকাবিলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা চাই। এ ছাড়াও, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজেও আপনারা নির্বাচন-সংক্রান্ত সঠিক তথ্য পাবেন। আমরা আমাদের এই উদ্যোগে দেশবাসীকে পাশে পেতে চাই।

মন্তব্য (০)





image

ফ্যাসিস্ট হাসিনা বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল: প্র...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, &...

image

একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব: ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম পাথরখ...

image

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে হাসিনার না...

নিউজ ডেস্কঃ আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই...

image

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট, ২০ হাজার মানুষ পানিবন্দি

নিউজ ডেস্কঃ বিপৎসীমা পার করায় হ্রদ থেকে পানি ছাড়তে আবারও খুল...

image

আসছে বৃষ্টিবলয় ‘স্পিড’, নতুন বার্তা বিডব্লিউওটিয়ের

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বৃষ্...

  • company_logo