• অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ঋণ বিতরণের নীতিমালা শিথিল

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বা বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর জন্য অভ্যন্তরীণ ঋণ ঝুকি রেটিং সিস্টমস (আইসিআরআরএস) বাস্তবায়ন ছাড়াই গ্রাহকদের মধ্যে ঋণ বা বিনিয়োগ বিতরণ করতে পারবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় ঋণের ঝুঁকি নিরুপণ করে ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হবে। এর আগে এক সার্কুলারের মাধ্যমে ঋণ বা বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে ওই নীতিমালাটি বাধ্যতামূলক করেছিল।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানাে হয়েছে।

সূত্র জানায়, ঋণ গ্রহীতাদেরকে ওই নীতিমালঅর আওতায় ঝুকি নিরুপন করতে গেলে বিশেষ অডিট করাতে হবে। এটি করা যেমন সময় সাপেক্ষ, তেমনি অর্থের প্রয়োজন হয়। যা অনেক উদ্যোক্তাদের ক্ষেত্রে নেই। এ কারণে বিশেষ করে যেসব উদ্যোক্তা এটি করাতে সক্ষম নন তাদের জন্য এ ছাড় দেওয়া হয়েছে।  

সার্কুলারে বলা হয়, এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ ঋণ নীতিমালার আওয়তায় যথাযথভাবে ঝুকি নিরুপন করে তা মোকাবেলার কৌশল নিতে হবে। ঝুকি সঠিকভাবে নিরুপণ করে সেগুলো কমানোর পদক্ষেপ নিতে হবে ব্যাংকগুলোকে। গ্রাহকের নগদ অর্থের প্রবাহ কেমন পর্যালোচনা করে সিন্ধান্ত নিতে হবে ঋণ অনুমোদনের। ঝুকি হ্রাস করার জন্য পর্যাপ্ত জামানত নিতে হবে গ্রাহকের কাছ থেকে। ব্যাংকের নিজস্ব তদারকি বাড়ানোর পদক্ষেপের পাশাপাশি গ্রাহকের ব্যবসার গতিবিধি রাখতে হবে পর্যবেক্ষনে।  ঋণ বা বিনিয়োগ বিতরণের আগে ব্যাংকের পর্ষদ কর্তক আরোপিত শর্তাবলী বাস্তবায়ন করতে হবে। ঋণ ছাড় করার আগে এ বিষয়গুলো নিশ্চিত করে ছাড় করতে হবে ঋণের অর্থ।

এ ধরনের ঋণ বা বিনিয়োগ চুক্তি অনুমোদনের আগে ঝুকি মূল্যায়নের জন্য যেসব সূচক ব্যবহার করা হয়েছে সেগুলো সুনর্দিষ্টবাবে উল্লেখ থাকতে হবে মূল্যায়ন প্রতিবেদনে।

মন্তব্য (০)





  • company_logo