• অর্থনীতি

‘দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে মার্জ করা হবে যাতে সেগুলো কার্যকরী হয়’

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে মার্জ করা হবে যাতে সেগুলো কার্যকরী হয় বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

‎তবে, যেসব ব্যাংক প্যালিয়েটিভ কেয়ারে পৌঁছে গেছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

‎এলএনজির দাম বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয়নি উল্লেখ করে, সামনে যাতে সার এবং এলএনজি সরবরাহ বাড়িয়ে চাপ কমানো যায়, অন্তর্বর্তী সরকারের সেটিই লক্ষ্য বলে জানান উপদেষ্টা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছ বলেও জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo