
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া–ইউক্রেন বৈঠক হলে তা কেবল প্রচারের জন্য হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, দুদেশের শীর্ষ নেতাদের বৈঠক সর্বোচ্চ প্রস্তুতি ও টেকসই সমাধানের ভিত্তিতে হতে হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
তিনি জানান, এই ধরনের বৈঠকের আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।
ল্যাভরভ বলেন, রাশিয়া দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠককে ‘যুদ্ধ শেষ করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
একই সঙ্গে তিনি বলেন, এটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় অগ্রগতি।
সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন।
ট্রাম্প আরও বলেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে—তা এখনো স্পষ্ট নয়।
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি...
আন্তর্জাতিক ডেস্ক: ভয়ংকর ‘মেগা সুনামি’ চোখ ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন...
নিউজ ডেস্ক : গাজা শহর দখলের ইসরাইলি পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টা...
নিউজ ডেস্ক : ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ২১২ দিন পার করলেন প্রেসিডেন্ট ডোনাল্...
মন্তব্য (০)