
ফাইল ছবি
বিনোদন ডেস্ক : ২০০০ সালে ‘কহো না... প্যার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আমিশা পটেলের। এরপর তিনি ‘গদর’ সিরিজ, ‘হুমরাজ’, ‘ইয়ে হ্যায় জলওয়া’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। মহারাষ্ট্রের মেয়ে এই অভিনেত্রী বর্তমানে দক্ষিণ মুম্বাইয়ের এক বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকেন। তার কাছে রয়েছে ১০০-র বেশি জুতা এবং ৪০০ বিলাসবহুল ব্যাগ, যেগুলোর মূল্য কয়েক কোটি টাকা।
ব্যাগের প্রতি আমিশার ভালোবাসা আসলে বলা কম হয়ে যায়। গদর খ্যাত এই নায়িকা একজন সিরিয়াস কালেক্টর, যার ছোটবেলা থেকেই বিলাসবহুল অ্যাকসেসরিজ বা ডিজাইনার সামগ্রীর প্রতি গভীর টান রয়েছে।
আমিশা পটেলের কাছে ৩০০ থেকে ৪০০ ডিজাইনার ব্যাগ
ফারাহ খানের ইউটিউব ভ্লগে নিজের জুহুর ২ বিএইচকে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রাখা ব্যাগ, জুতা এবং অন্যান্য বিলাসবহুল জিনিসের সংগ্রহের ঝলক দেখান আমিশা। তার সংগ্রহে রয়েছে ৩০০ থেকে ৪০০ ডিজাইনার ব্যাগ—যার মধ্যে রয়েছে নানান রঙ ও স্টাইলের ক্লাচ এবং বেল্ট ব্যাগ।
বারকিন ও ডিওর ব্যাগের জন্য আলাদা আলমারি
আমিশার সংগ্রহে রয়েছে অনেক লিমিটেড এডিশন ব্যাগ। হেরমেস বারকিন ও ক্রিশ্চিয়ান ডিওর ব্যাগ রাখার জন্য রয়েছে আলাদা আলমারি। এর কিছু ব্যাগের দামই নাকি ২ কোটি থেকে ৩ কোটি রুপি পর্যন্ত। ৫০ বছর বয়সি এই অভিনেত্রী ১২ বছর বয়স থেকেই এসব ব্যাগ সংগ্রহ করতে শুরু করেছিলেন। এমনকি প্রতিটি ব্যাগের একটি হাতেলেখা তালিকাও তিনি আলমারিতে রেখে দেন।
আমিশার জুতার সংগ্রহ তাক লাগাবে
ভ্লগে তিনি নিজের জুতার আলমারিও দেখিয়েছেন, যেখানে এক ঝলমলে সংগ্রহ সাজানো রয়েছে। এর মধ্যে রয়েছে ব্লিং স্টিলেটো থেকে শুরু করে পিপ টোজ—যা তার স্টাইলের সঙ্গে মানানসই। প্রতিটি জুতা ব্র্যান্ডেড, যার মধ্যে রয়েছে গুচ্চি ও লুই ভুইতঁ। প্রতিটি জুতার দাম আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত। এমন শত শত জুতার মালিক তিনি।
ভ্লগ চলাকালে মজা করে আমিশা বলেন, যদি তিনি এত বিলাসবহুল ব্যাগ না কিনতেন, তাহলে মুম্বাইয়ে একটি পেন্টহাউস কিনতে পারতেন।
অন্যদিকে ফারাহ খান জানান, তিনি কখনো আমিশাকে একই ব্যাগ দু’বার ব্যবহার করতে দেখেননি। চলচ্চিত্র নির্মাতার মতে, ইন্ডাস্ট্রির অন্য সেলিব্রিটিদের তুলনায় আমিশার কাছেই সবচেয়ে বেশি সংখ্যক ব্যাগ রয়েছে।
বিনোদন ডেস্ক : দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান। পর্দায় একের পর এক দিচ্ছ...
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর। অনস...
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে একসঙ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ...
বিনোদন ডেস্ক : শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে শোক জানি...
মন্তব্য (০)