• বিনোদন

‎২১০ ফুট ওপর থেকে লাফ দিলেন হিমি, এরপর যা ঘটলো

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: ছোটপর্দার বর্তমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অবকাশ যাপনে বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি। আর সেখান থেকেই ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি।জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি।

‎পারবেন না পাবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন হিমি। সুস্থ-স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন। লাফ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। হাজারো মন্তব্যে অনুসারীরা তার সাহসের প্রশংসা যেমন করছে, তেমনি নিজেদের ভয়ের কথাও লিখেছেন। এদিকে, কানাডা থেকেই দেশের একটি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

‎অভিনেত্রীর দাবি, অনুমতি না নিয়ে অভিনেত্রীদের ছবির সঙ্গে ‘আপত্তিকর জোকস’ লিখে পোষ্ট করা হচ্ছে প্রযোজনা সংস্থাটির ফেসবুক পেজে। পরে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এটি অনিচ্ছাকৃত ভুল।

‎বিষয়টি নিয়ে রোববার (১৭ আগস্ট) রাতে ফেসবুকে হিমি লেখেন, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে।

‎প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে তার যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো নাটকের ডায়লগ নয় বলেও জানিয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।

‎তিনি লিখেছেন, আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।

‎হিমি বলেন, বিষয়টি নিয়ে তারা হয়তো দর্শকদের যুক্ত করতে চাইছে কিন্তু আমার কাছে জিনিসটা মোটেও মজার কিছু না। একেবারেই সস্তা প্রচারণা। এতে আমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলছেন নেটিজেনরা। পরিচিতদের অনেকেই ফোন করে বিষয়টি জানাচ্ছেন। সে কারণেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। আশা করি এরপর থেকে শুধু লেজার ভিশন না অন্যরাও সচেতন হবেন। অন্যথায় আমি আমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবব।

‎বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরণের ভুল আর কখনো হবে না। পরে আরেকটি পোস্ট করে হিমি লিখেছেন, ভুল বুঝতে পেরে সব ফটোকার্ড রিমোভ করে দিয়েছে লেজার ভিশন। প্রতিষ্ঠানটিকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য (০)





image

এবার গোয়েন্দা এজেন্ট হয়ে আসছেন শাকিব খান

বিনোদন ডেস্ক : দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান। পর্দায় একের পর এক দিচ্ছ...

image

শহিদের সঙ্গে ডেটিংয়ের অজানা গল্প জানালেন কারিনা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর। অনস...

image

মৌ আমার সাবেক প্রেমিকার কথা জানে: জাহিদ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে একসঙ...

image

রাতের ব্যাংকক দেখতে কেমন, যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ...

image

জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচ...

বিনোদন ডেস্ক : শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে শোক জানি...

  • company_logo