
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আট দাবি সম্বলিত স্মারকলিপি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের দাবি, অভিভাবকরা হট্টগোল করে একসঙ্গে প্রবেশের চেষ্টা করায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। ফলে স্মারকলিপি নেওয়া সম্ভব হয়নি।
রোববার দুপুর সোয়া ১২টা থেকে এক ঘণ্টারও সময় ধরে অপেক্ষা করেও তারা স্মারকলিপি জমা দিতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর এ অভিযোগ জানান।
এ বিষয়ে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, আমরা তাদের তিন-চারজনের প্রতিনিধিদলকে স্মারকলিপি দিতে বলেছিলাম। কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করায় তা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবির প্রতি সহমর্মী এবং দাবিগুলো বিবেচনা করবে।
পরিবারের ৮ দফা দাবি হলো- (১) ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতকরণ, (২) মাইলস্টোনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, (৩) সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ, (৪) স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে ২ কোটি এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ, (৫) রানওয়ে সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া, প্রয়োজনে রানওয়ের অবস্থান পরিবর্তন, (৬) কোচিং ব্যবসার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও বিচারের আওতায় আনা, (৭) ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পরিবারগুলোকে প্রদর্শন, (৮) বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনবসতিহীন এলাকায় স্থানান্তর।
নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বা...
নিউজ ডেস্ক : প্রশাসনিক পদে বড় রদবদল করেছে সরকার। কারিগরি শিক্ষা অধিদপ্তর...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায...
নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উ...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ...
মন্তব্য (০)