
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর দেওয়া আরও ২৪৬টি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিপরিষদের বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ৩৬৭টি সুপারিশের মধ্যে মোট ৩৭টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ১৪টি সুপারিশ আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০টি সংস্কার কমিশনের আরও ২৪৬টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ উত্থাপন করে। এর আগে ৩৭টি বাস্তবায়ন করা হয়েছে। নতুন করে হাতে নেওয়ার সুপারিশগুলোর মধ্যে ৮২টি শ্রম বিষয়ক।এছাড়া রয়েছে নারী কমিশনের ৭১টি, স্থানীয় সরকার বিষয়ক ৩৭টি, স্বাস্থ্য বিষয়ক কমিশনের ৩৩টি এবং গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশনের ২৩টি। ৩১৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য কমিশনগুলো হল জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং গণমাধ্যম সংস্কার কমিশন।
নিউজ ডেস্কঃ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ ...
নিউজ ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই সফল হয়েছে...
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাত...
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের গত বছ...
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমি...
মন্তব্য (০)