• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজাকে বাঁচাতে মুসলিম বিশ্বের ঐক্য চাইছে তুরস্ক

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।

‎শনিবার (৯ আগস্ট) মিসরের এল আলামেইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে, ফিদান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন। খবর রয়টার্সের।

‎শুক্রবার তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছে। গাজা দখলের এই পরিকল্পনাকে ‘ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে উল্লেখ করে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আঙ্কারা। 

‎ফিদান জানান, এই পরিকল্পনা রুখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েলের নীতিনির্ধারকরা ফিলিস্তিনিদের ক্ষুধার মাধ্যমে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করার লক্ষ্য নিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও ন্যায্য কারণ কোনও দেশের নেই।

‎সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, আজ যা ঘটছে তা শুধু ফিলিস্তিনি জনগণ বা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক ঘটনা।ইসরায়েলের পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পরিপূর্ণ ঐক্য রয়েছে মিসরের।

‎এদিকে বিশ্বশক্তি ও  ইসরায়েলের গাজা সিটি পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ওআইসি। শনিবার সংস্থাটির মন্ত্রীপরিষদ কমিটি এক বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনাটিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারত্ব স্থায়ী করার চেষ্টা বলে উল্লেখ করেছে। ইসরায়েলি এ পদক্ষেপ শান্তির যেকোনও সম্ভাবনাকে ধ্বংস করে দেবে বলে সতর্ক করেছে তারা।

মন্তব্য (০)





image

ট্রাম্পের নতুন শুল্কহারে মার্কিন বাজারে যেসব সুবিধা পাবে ...

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জ...

image

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: নতুন স্বপ্ন দেখছেন প্রবাসীরা

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ...

image

যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জা...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্র...

image

স্বর্ণের শুল্ক নিয়ে বিভ্রান্তি দূর করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ শু...

image

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা ন...

  • company_logo