• রাজনীতি

কুড়িগ্রামে বিএনপির সাবেক এমপি রানাকে শোকজ

  • রাজনীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির দুটি পৃথক অফিস এবং গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পৃথক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে দলীয় কোন্দল চরমে উঠেছে। এ অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা কমিটি।

‎৪ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত শোকজ নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত রানা কোনো জবাব দেননি।

‎শোকজ নোটিশে বলা হয়, ৭ এপ্রিল ঘোষিত আহ্বায়ক কমিটির অধীনে উপজেলার একটি নির্ধারিত অফিস থাকলেও, সাইফুর রহমান রানা নিজ বাসভবনে পুরাতন সাইনবোর্ড ব্যবহার করে আরেকটি অফিস চালু রেখেছেন—যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী।

‎অভিযোগের বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, আমার বাসায় বর্তমানে কোনো অফিস বা সাইনবোর্ড নেই। দলের দুঃসময়ে আমি আমার বাসায় কার্যালয় পরিচালনার সুযোগ দিয়েছিলাম। এখন নতুন কমিটি দায়িত্ব পালন করছে।

‎তিনি দাবি করেন, দলীয় বিভক্তির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং শোকজে উল্লেখিত অভিযোগগুলো “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত”। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল ও যুবদল পৃথক একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানায়। সেখানে অতিথি হিসেবে যাওয়া কোনো অপরাধ নয়।

‎এ দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা অভিযোগ করে বলেন, সাইফুর রহমান রানা ব্যক্তিস্বার্থে দলকে বিভক্ত করছেন। নিজ বাসায় অফিস খুলে তিনি যুবদল, ছাত্রদল এবং কৃষক দলের একটি অংশকে নিয়ে গ্রুপিং চালিয়ে যাচ্ছেন।

‎তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট দলীয় অনুমতি নিয়ে উপজেলা মুক্তমঞ্চে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অথচ সাইফুর রহমান রানা তার অনুসারীদের নিয়ে আলাদা র‍্যালি এবং নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেন—যা স্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের শামিল।

‎কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শোকজ নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না আসায় বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জ...

image

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দাবি রাশেদ খানের

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরক...

image

দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ...

image

নড়াইলে নূরের উপর হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

নড়াইল প্রতিনিধিঃ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্য...

image

‎নুরের ওপর হামলার নিন্দা ও ব্যবস্থা নেওয়ার আহ্বান ইসলামী ...

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ...

  • company_logo