• রাজনীতি

টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত নয়, আমরা সেই ব্যবস্থা গড়ে তুলব : তাসনিম জারা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়।’

‎রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে এসব কথা বলেন তাসনিম জারা।

‎ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় গত মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি। আপনারা আপনাদের সমস্যার কথা বলেছেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি, চিকিৎসা ব্যবস্থা আপনাদের সঙ্গে কীভাবে বৈষম্য করছে, আপনারা কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে। আর আপনাদের স্বাস্থ্য তথ্য হারিয়ে যাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে। ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে।’

‎তাসনিম জারা আরও বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনারা ঘরের কাছে মানসম্মত চিকিৎসা পান। চিকিৎসার অভাবে কারও অহেতুক প্রাণহানি যেন না হয়, আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব।’

‎এনসিপির এই নেত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি হবে কল্যাণমুখী, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। এমন একটা কর্মসংস্থান  নিশ্চিত হবে, যেখানে নাগরিক মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ হবে। আমরা কর কাঠামো নতুন করে ঢেলে সাজাব, যেন ধনী-গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করব যেন দেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।’

 

মন্তব্য (০)





image

নির্বাচন নিয়ে দুয়েকটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে, অভিযোগ সা...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দুয়েকটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে...

image

অর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: তাসনিম...

নিউজ ডেস্ক : টাকা ও পেশীশক্তি ব্যবহার করে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ...

image

যে কারণে জামিন চাননি লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্...

image

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ, সেনা ম...

নিউজ ডেস্ক : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নে...

image

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হ...

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

  • company_logo