ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান : বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে লালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সব শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে, তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ তৈরি করতে পারে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতাকে অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।
সভায় আরও বক্তব্য রাখেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, কবি রায়হান জহির ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা কবি-লেখকদেরকে সম্মাননা দেওয়া হয় এ অনুষ্ঠানে।
নিউজ ডেস্ক : দেশবরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাঙা...
নিউজ ডেস্ক : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশ...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন নির্বাচন ...
নিউজ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগ...

মন্তব্য (০)