• রাজনীতি

জুলাই চেতনার সঙ্গে বেঈমানি হলে রেহাই নেই: সাদিক কায়েম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর  ব্যুরো : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন।তিনি বলেন, আমরা জুলাই শহীদদের রক্তের ওপরে অন্তর্র্বতী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি, তাদেরও ব্যর্থতা দেখছি, দুর্নীতি দেখতে পারছি।

তিনি বলেন, “পুরো জুলাই মাসকে একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা চলছে। এই মাসের যে সার্বজনীনতা ও ঐক্য ছিল, তা ধ্বংসের জন্য দায়ী কিছু দায়িত্বশীলের বিভাজনমূলক আচরণ জাতিকে চরম হতাশ করেছে।”

শনিবার (২ আগস্ট) বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম অভিযোগ করেন,“খুনি হাসিনার ১৬ বছরে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তা নজিরবিহীন। জুলাই আন্দোলনের প্রায় দুই হাজার কর্মী শহীদ হয়েছেন, প্রায় ৪০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন।আমরা আশা করেছিলাম এসব ঘটনার বিচার হবে, কিন্তু এক বছরের মধ্যে একটি ঘটনারও বিচার হয়নি।”

তিনি আরও বলেন, “যাদের আমরা শহীদদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় এনেছিলাম, তারা এখন বিলাসিতায় মগ্ন। তারা জুলাইয়ের চেতনা ধারণ করছে না, বরং নিজের স্বার্থে বিভ্রান্তিকর ভূমিকা রাখছে।”

ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সাংস্কৃতিক দখলদারিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, “খুনি হাসিনা গত ১৬ বছরে সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিকতা (কালচারাল স্ট্যাবলিশমেন্ট) তৈরি করে শাহবাগ কেন্দ্রিক অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এই মুজিববাদী সাংস্কৃতিক আধিপত্য আমরা এখনও ভাঙতে পারিনি। ফ্যাসিবাদী শক্তিকে সাংস্কৃতিকভাবে প্রতিহত করতে হবে। জুলাইকে কেন্দ্র করে নাটক, কবিতা, প্রবন্ধ রচনার মাধ্যমে সারাদেশে চেতনা ছড়িয়ে দিতে হবে।”

জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে হুঁশিয়ারি- তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এর ওপর আলোচনা চললেও একটি পক্ষ এটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করছি-শহীদদের আকাঙ্ক্ষা ও চেতনার প্রতিফলন যদি এই সনদে না থাকে, আর ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৯ দফা আন্দোলনের ধারাবাহিকতা না থাকে, তাহলে জাতি তা মেনে নেবে না।”

তিনি দাবি করেন, “সমস্ত অংশীজনের সমন্বয়ে চূড়ান্ত সনদ ও ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, না হলে তা প্রত্যাখ্যাত হবে।
ব্যক্তিগত পর্যায়ে কিছু সহযোদ্ধার আচরণে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, তবে জুলাই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল। তারা বারবার আক্রমণ করলেও আমরা ভালোবাসা দিয়েই মন জয় করতে চাই। তবে কেউ যদি জুলাইয়ের চেতনার সঙ্গে বেঈমানি করে, তাহলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।”

পরে বিকেলে রংপুর টাউন হল চত্বরে পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন সাদিক কায়েম।

মন্তব্য (০)





image

বৈষম্যবিরোধী বা জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ...

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ...

image

এনসিপির নামে প্রচার হওয়া সেই বিবৃতিটি ভুয়া

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামে একটি বিবৃতি স...

image

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: নাহিদ

নিউজ ডেস্ক : আগামী ৫ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেও...

image

সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন করতে হবে : আমীর খসরু

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধ...

image

লন্ডনের লোকাল বাসে চলাচলের তারেক রহমানের ছবি ভাইরাল

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রা...

  • company_logo