• লিড নিউজ
  • জাতীয়

দেশে প্রতি ৪ জনের ১ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে মোট জনসংখ্যার ২৪ দশমিক ০৫ শতাংশ মানুষ অর্থাৎ প্রতি চারজন নাগরিকের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। দেশের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এমপিআই প্রতিবেদন প্রকাশ করে।

‎জিইডি’র প্রতিবেদন অনুযায়ী, বহুমাত্রিক দরিদ্রের হার নির্ধারণে ব্যক্তির আয়-রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়। মোট ১১টি সূচকের সমন্বয়ে এই দারিদ্র্যর হিসাব করা হয়। হিসাব অনুযায়ী, এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবনে এবং সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্য ঝিনাইদহে। তবে অনেক পুরোনো উপাত্তের ভিত্তিতে এই দারিদ্র্য হিসাব করেছে জিইডি।

‎সাধারণ অর্থনীতি বিভাগ জানায়, ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (হেইস) এবং ২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপের (মিকস) ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে। যে ১১টি সূচকের ওপর ভিত্তি করে বহুমাত্রিক দারিদ্র্য নিরূপণ করা হয়েছে, সেগুলো হচ্ছে বিদ্যুতের প্রাপ্যতা, স্যানিটেশন, পানির প্রাপ্যতা, আবাসনের মান, রান্নার জ্বালানির প্রাপ্যতা, সম্পদের প্রাপ্যতা, ইন্টারনেট সংযোগ, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার, শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি, পুষ্টি এবং প্রজনন স্বাস্থ্যসেবা।

‎প্রতিবেদনে দেখা গেছে, বহুমাত্রিক দারিদ্র্য হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে এবং সবচেয়ে কম খুলনা বিভাগে। বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য হার বেশি। শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার ২৮ দশমিক ৬৪ শতাংশ। আর ১০ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এ হার ২৮ দশমিক ৮৩ শতাংশ। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে এমপিআই হার ২১ দশমিক ৪৪ শতাংশ।

‎প্রতিবেদনে আরও জানানো হয়, বহুমাত্রিকতার বিচারে সবচেয়ে বেশি দারিদ্র্য হার বান্দরবানে ৬৫ দশমিক ৩৬ শতাংশ। এরপরের অবস্থানে থাকা কক্সবাজারে এ হার ৪৭ দশমিক ৭০ শতাংশ। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ ১০ জেলার মধ্যে আরও আছে যথাক্রমে সুনামগঞ্জে ৪৭ দশমিক ৩৬, রাঙ্গামাটিতে ৪৫ দশমিক ৮৯, ভোলায় ৪৫ দশমিক ১২, নেত্রকোণায় ৩৮ দশমিক ২১, হবিগঞ্জে ৩৭ দশমিক ৪৮, খাগড়াছড়িতে ৩৬ দশমিক ৯১, কিশোরগঞ্জে ৩৬ দশমিক ১১ এবং কুড়িগ্রামে ৩৯ দশমিক ২৪ শতাংশ।

‎এ ছাড়া সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্যের শিকার ঝিনাইদহে ৮ দশমিক ৬৬ শতাংশ মানুষ। এরপরের শীর্ষ ১০ জেলাগুলোর মধ্যে যথাক্রমে ঢাকায় ৯ দশমিক ১৯, গাজীপুরে ৯ দশমিক ৬৩, যশোরে ১০ দশমিক ৫৮, মেহেরপুরে ১১ দশমিক ০৮, কুষ্টিয়ায় ১২ দশমিক ২২, চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৫১, মানিকগঞ্জে ১৪ দশমিক ০৭, ফেনীতে ১৪ শতাংশ এবং দিনাজপুরে ১৪ দশমিক ৬২ শতাংশ বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে বলে জানিয়েছে জিইডি।

মন্তব্য (০)





image

জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা: সংস্কৃতি উপদেষ্টা

নিউজ ডেস্কঃ জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা বলে মন্...

image

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

নিউজ ডেস্ক :  জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ&rsqu...

image

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ, প্রতিবাদের প্রবল ...

নিউজ ডেস্ক : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্য...

image

যুক্তরাষ্ট্র কোনো শর্ত দেয়নি, শুল্ক চুক্তি সফল: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন...

image

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ দেশের তিনটি বিভাগে রোববার (২ আগস্ট) ভারী বৃষ্টি ...

  • company_logo