
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবীতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হল- পাপ্পু ও তার ভাই শুক্কুর। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। সেই সাথে নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউ বাজার এলাকায় তার ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের দ্বায়িত্ব ছিলেন সিরাজুল ইসলাম। শুক্কুর ও তার ভাই পাপ্পু সহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। চাদাঁ না দেয়া ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের ছেলে জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ইউপি ...
দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে আক্তার (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ ...
পাবনা প্রতিনিধি : জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্ব...
ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর ক...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারে...
মন্তব্য (০)