• সমগ্র বাংলা

বিইএফ-এর ২০২৫-২০২৭ মেয়াদে ফজলে শামীম সভাপতি ও তাহমিদ আহমেদ সহ-সভাপতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বিইএফ-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ফজলে শামীম এহসান নতুন সভাপতি নির্বাচিত এবং তাহমিদ আহমেদ সহ-সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন।

‎ফজলে শামীম এহসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, যিনি টেকসই উৎপাদন, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং প্রগতিশীল শিল্প নেতৃত্বের ক্ষেত্রে বিশেষজ্ঞ।

‎ব্যবসায় শিক্ষায় স্নাতক এহসান বর্তমানে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি একটি এলইইডি প্লাটিনাম-সনদপ্রাপ্ত কারখানা, যা পরিবেশগত স্থায়িত্ব ও দায়িত্বশীল উৎপাদনের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

‎নিজ প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে, তিনি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি ন্যায্য মূল্য নির্ধারণ ও শ্রমিক কল্যাণের পক্ষে সোচ্চার ভূমিকা রাখছেন। বিকেএমইএর অধীনে তিনি ‘রেসপনসিবল বিজনেস হাব’-এর প্রতিষ্ঠাতা, যা নৈতিক ও টেকসই ব্যবসায়িক অনুশীলন উন্নয়নের প্রতি তাঁর সক্রিয় ভূমিকার প্রমাণ।

‎তিনি বিস্তৃত শিল্পনীতি নির্ধারণেও অনবদ্য ভূমিকা রেখেছেন। তিনি তিনবার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নির্বাহী কমিটির সদস্য ছিলেন, যা দেশের একমাত্র আইএলও-স্বীকৃত মালিকপক্ষের সংগঠন।

‎শ্রমনীতি সংস্কারেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তিনি শ্রম আইন ও বিধিমালা সংশোধন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। শিল্পে আরও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সরকার কর্তৃক প্রণীত গেজেটভুক্ত বাংলাদেশ শ্রম আইন সংস্কার কমিশনের একজন সম্মানিত সদস্য।

‎আন্তর্জাতিক পরিমণ্ডলেও ফজলে শামীম এহসান গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (IAF)-এর বোর্ড সদস্য এবং ‘STAR নেটওয়ার্ক’-এর চেয়ারম্যান। এই আন্তঃএশীয় জোটটি এশিয়ার বিভিন্ন দেশের বহু পোশাক প্রস্তুতকারক সংগঠনকে একত্রিত করেছে এবং ৩৫,০০০ এর বেশি সদস্যকে প্রতিনিধিত্ব করে।

‎পেশাগত দায়িত্ব ছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয়। তিনি কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা বোট ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, গুলশান ইয়ুথ ক্লাব এবং ওআরডব্লিউএ-এর সদস্য, যা তাঁর পেশাগত ও সামাজিক জগতে সক্রিয় উপস্থিতিকে তুলে ধরে।

‎তাহমিদ আহমেদ বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের পরিচালক। তিনি প্রায় ৪৫ বছর ধরে কাঁচজাত দ্রব্য উৎপাদন ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি বিইএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ঢাকায় প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি ইংল্যান্ড ও স্কটল্যান্ডে পড়াশোনা করেন। ১৯৭২ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি ওভারসিজ স্কুল সার্টিফিকেট সম্পন্ন করার পর তিনি ঢাকা কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন এবং ১৯৭৬ সালে বি.কম ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে ভর্তি হন এবং মার্কেটিং-এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য (০)





image

দোহারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে আক্তার (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ ...

image

“জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো” স্লোগান নিয়ে মানুষের দ্বারে...

পাবনা প্রতিনিধি : জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্ব...

image

ফরিদপুরে ড্যাব কেন্দ্রীয় কমিটি নির্বাচনে ডাঃ আজিজ-শাকুর ...

ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর ক...

image

পাবনায় নদীতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারে...

image

চাটমোহরে মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে পাঁচ লক্ষ টাকার জাল...

পাবনা প্রতিনিধিঃ চলনবিল অঞ্চলে বর্ষার পানি আসার সাথে সাথে এক...

  • company_logo