• আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২৯ জুলাই) তীর্থযাত্রীবাহী একটি বাস রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।ঝাড়খণ্ড রাজ্যের দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বাসটির ধ্বংসাবশেষ দেখা গেছে, যার পেছনের অংশ প্রায় পুরোপুরি পুড়ে গেছে।

‎স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নিহত ১৮ জন ভক্ত পবিত্র শ্রাবণ মাস উদযাপন করতে একটি মন্দিরে যাচ্ছিলেন। উপমহাদেশে এই সময়ে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রাবণ মাস পালিত হয়। এই তীর্থযাত্রীরা হিন্দু ধর্মালম্বীদের ধ্বংসের দেবতা ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করার জন্য গঙ্গা থেকে পবিত্র জল বহন করছিলেন।

‎ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় প্রাণ হারানো ভক্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তার কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ঝাড়খণ্ডের দেওঘরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।

‎সরকারি তথ্য অনুযায়ী, ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরিবহণমন্ত্রী নীতিন গডকরি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালে এক লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত নভেম্বরে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি বাস গভীর হিমালয়ের খাদে পড়ে গিয়েছিল, যার ফলে কমপক্ষে ৩৬ জন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

মন্তব্য (০)





image

‎ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক নিহত, মৃতের সংখ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১০৪ জনের ...

image

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জন কারাগারে

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বা...

image

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমা ...

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া...

image

ভারতের চেয়ে ভালো বাংলাদেশের জিডিপি: মহুয়া মৈত্র

নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র অনুপ্রব...

image

ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া

নিউজ ডেস্কঃ টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও...

  • company_logo