
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ফসলি জমিতে রোপন করা ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার রোববার (২৭ জুলাই) রাতে উলিপুর থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোড়াই পিয়ার এলাকায়।
অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের গোড়াই পিয়ার এলাকার শাহানুর বেগমের সাথে তার অপর দুই বোন সাইবানি ও সাহেরভানু বেগমের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে শাহানুর বেগম তার সম্পত্তি মেয়ে সিদ্দিকা বেগমকে লিখে দেন। এরপর থেকে সিদ্দিকা বেগম ২৫ শতক আবাদি জমি চাষাবাদ করে আসছিলেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার সময় সাইবানি ও সাহেরভানু বেগম তাদের আত্বিয় স্বজনসহ সিদ্দিকা বেগমের জমিতে থাকা আমন ধানের রোপনকৃত চারা নষ্ট করে এবং সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে ফেলে।
ভূক্তভোগী সিদ্দিকা বেগম বলেন, আমার দুই খালা দীর্ঘদিন থেকে আমার ও আমার পরিবারের সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে। এই নিয়ে আমাদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। গত শনিবার সন্ধ্যার সময় তারা তাদের মেয়ে জামাইসহ নাতিদের সাথে আমার রোপনকৃত আমান ক্ষেত নষ্ট করে ক্ষতিসাধন করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের উপর চড়াও হয়। এ ঘটনার সুষ্ঠ বিচারের আশায় রোববার (২৭ জুলাই) রাতে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে সাইবানি বেগম ও সাহের ভানু বেগমের সাথে কথা হলে তারা ধান ক্ষেত নষ্ট করার কথা স্বীকার করে বলেন, পূর্বে পৈত্রিক সম্পত্তি যেভাবে বন্টন করা হয়েছে তা আমরা মানিনা। ধান ক্ষেত নষ্ট করেছি যাতে নতুন করে বসে আবারো পৈত্রিক সম্পত্তি বন্টন হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসি...
নিউজ ডেস্ক : ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলাধীন আটঘর ইউনি...
দিনাজপুর প্রতিনিধিঃ অবৈধভাবে পারাপারের সময় বিরলের কিশোর...
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মন্তব্য (০)