• অপরাধ ও দুর্নীতি

দোহারে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭, স্বর্ণালংকার উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ ভরি পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
‎তিনি জানান, গত (সেমাবার ১৪ জুলাই) দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ওরফে আবুল খালাসির বাড়িতে ভোর সাড়ে ৩টার দিকে ঘরের গ্রিল কেটে ৭-৮ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আবুল খালাসির পরিবারের সদস্যদেরকে জিম্মি করে প্রায় ৪.২ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় আবুল খালাসি বাদি হয়ে দোহার থানায় একটি মামলা করলে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত ৭ জন আন্ত:জেলা পেশাদার ডাকাতকে গ্রেফতার করে ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে।
‎গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন ১. এমদাদুল হক (২৮), দোহার। ২. আবুল বেপারী (২৫), দোহার ৩. সুমন রাজবংশী (৩৫), শ্রীনগর, মুন্সিগঞ্জ, ৪. মোঃ রাজন শিকদার (২৫), দোহার ৫. রবিউল শেখ (২৬), লৌহজং, মুন্সিগঞ্জ, ৬. শেখ ফারুক (৩০), দোহার, ৭. শহিদুল (৫১), শ্রীনগর, মুন্সিগঞ্জ
‎এ সময় তাদের কাছ থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল ও ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয় যার ওজন অনুমান ১ ভরি।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিদেরকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।

মন্তব্য (০)





  • company_logo