• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ভয়ংকর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে তুরস্ক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ শব্দের চেয়ে পাঁচ গুণ বা তারও বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করল তুরস্ক। মঙ্গলবার (২৩ জুলাই) ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার (IDEF) উদ্বোধনী দিনে ক্ষেপণাস্ত্রটি সামনে আনা হয়।

তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইফুন ব্লক-৪ ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ৬.৫ মিটার, ওজন দুই হাজার ৩০০ কেজি এবং এর পাল্লা ৮০০ কিলোমিটার। এটির দৈর্ঘ্য ৬.৫ মিটার এবং পাল্লা ৮০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি উচ্চগতি এবং উন্নত চালচলনের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

রকেটসান এক বিবৃতিতে বলেছে, এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড। এই নতুন ক্ষেপণাস্ত্রটির বহুমুখী ওয়ারহেড আছে। বহু দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু - যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, বৃহৎ সামরিক ছাউনি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হবে।

ক্ষেপণাস্ত্রটি সামনে আনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আজ আমরা কেবল তুর্কি প্রতিরক্ষা শিল্পের উন্নয়নই প্রত্যক্ষ করছি না, বরং স্বাধীনতার দিকে একটি জাতির অগ্রযাত্রাও প্রত্যক্ষ করছি। আমরা একটি দেশের নিজস্ব আকাশের নিচে, নিজস্ব ডানায় উপরে ওঠার গল্প দেখতে পাচ্ছি।

এরদোয়ান আরও বলেন, তুরস্ক ‘নিষেধাজ্ঞা, দ্বৈত মান এবং কূটনৈতিক চাপ কাটিয়ে’ একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে বিশ্ব বাজারে একটি ছাপ রেখেছে।

এদিকে, গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ছয় দিনের এই অনুষ্ঠানে ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন
চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, কাতার, সৌদি আরব, আজারবাইজান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কোম্পানি এবং প্রতিনিধিদল উন্নত প্রতিরক্ষা, বিমান চলাচল এবং মহাকাশ প্রযুক্তি প্রদর্শন করছে।

প্রতিরক্ষা শিল্প মেলায় তুরস্কের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় বায়কার, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, আসেলসান, হাভেলসান, এফএনএসএস, ওটোকার, এমকেই এবং রকেটসানের পাশাপাশি বিএই সিস্টেমস, রোলস-রয়েস, লকহিড মার্টিন এবং এয়ারবাসের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক সংস্থাগুলো উপস্থিত রয়েছে।

এই মেলায় বিভিন্ন ধরণের সামরিক সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে- যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গাইডেড যুদ্ধাস্ত্র এবং মানবহীন স্থল যানবাহন।

 

মন্তব্য (০)





image

তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল, ১০ ফায়ার সার্ভিস কর্মীর...

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ফায়...

image

‘বাংলাদেশি’ সন্দেহ হলেই গণহারে আটক করছে ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ বাংলাদেশি নাগরিক সন্দেহে ভারতের বাংলা ভাষাভাষী ন...

image

গভীর রাতে টিকটিকির লেজ থেকে বের হচ্ছে আগুন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্কঃ রাত যখন গভীর, ঠিক তখনই ঘর থেকে বের হয়েছেন এক যুবক। কি...

image

এবার গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে গোপনে পারমাণবিক স্থা...

image

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বি...

  • company_logo