
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ মাত্র চার দিনের ব্যবধানে আবারও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। এবার প্রতিপক্ষ পাকিস্তান। ভেন্যু ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ হলেও, ম্যাচপূর্ব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিরপুরের উইকেট। উইকেট নিয়ে যথেষ্ট শঙ্কায় রয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তার মতে, এই উইকেট অনেক ব্যাটসম্যানের ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, ব্যাটার হিসেবে অনেক প্লেয়ারের ক্যারিয়ার ডাউন হয়ে গেছে (এই উইকেটে খেলে)। যদি বোলার হতাম, হয়তো ক্যারিয়ারটা আরও ভালো যেত। একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন যে, এই মাঠে বাংলাদেশ দল উন্নতি করেছে, সিরিজ জিতেছে—এটাও একটা বড় অর্জন।
বিজ্ঞাপন
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দেড় মাস আগেই পাকিস্তানের মাঠে হোয়াইটওয়াশের কষ্ট কাটিয়ে উঠেছে টাইগাররা। তবে এবার ঘরের মাঠের সুবিধা কতটা কাজে লাগানো যাবে, সেটাই এখন দেখার বিষয়।
প্রস্তুতির দিক দিয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। মাত্র এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে তারা। বিপরীতে, সফরকারী পাকিস্তান দল আগে থেকেই ঢাকায় অবস্থান করে বিশ্রাম ও প্রস্তুতির সময় পেয়েছে। পাকিস্তানের স্পিন আক্রমণ এবং বিপিএলে খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। ঘরের মাঠে এ দলটা খুব চ্যালেঞ্জিং। আমাদের দলে নতুন দুজন ক্রিকেটার রয়েছে, যাদের নিয়ে আমি রোমাঞ্চিত।
বিজ্ঞাপন
লিটন দাস জানিয়েছেন, ভবিষ্যতের আসর নয়, তার পুরো মনোযোগ এই সিরিজেই। এক ম্যাচ এক ম্যাচ করে এগোতে চান তিনি। পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজের উইনিং কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে দলে মেহেদী হাসান মিরাজকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আবারও মেসির জোড়া গোল, প্রতিপক্ষকে উড়িয়ে দিলো মায়ামি
ম্যাচের আগে যতটা উত্তাপ মাঠের বাইরে, তার চেয়েও বেশি উত্তেজনা অপেক্ষা করছে সন্ধ্যায় মিরপুরের ২২ গজে। প্রস্তুত থাকুক ক্রিকেট ভক্তরা—আরও একটি উত্তেজনাপূর্ণ সিরিজ উপভোগ করতে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
পাকিস্তানের স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।
Copied from: https://rtvonline.com/
স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে দারুণ ফর্মে রয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলা...
স্পোর্টস ডেস্কঃ নেইমার মানেই চমক। ফুটবল মাঠে হোক কিংবা মাঠের বাইরে, ভক্ত...
স্পোর্টস ডেস্কঃ আকাশ থেকে আগুন নেমে এসেছিল সেদিন, আর সে আগুন গিলে নিয়েছে...
স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি মানেই রেকর্ডের নতুন সংজ্ঞা। ইন্টার মায়ামির হয়ে দু...
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়কে জুলাই শহীদদের উদ্...
মন্তব্য (০)