• খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ১৫ দলের নাম চূড়ান্ত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ১৫ দলের নাম। ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ফুটবলপ্রধান ইউরোপীয় দেশ ইতালি ও নেদারল্যান্ডস। শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের মতোই এবারের আসরেও অংশ নেবে মোট ২০টি দল। আয়োজক দেশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।

এছাড়াও, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলেছে এমন সাতটি দল—বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র—স্বয়ংক্রিয়ভাবে ২০২৬ বিশ্বকাপে জায়গা পেয়েছে।

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি খেলার সুযোগ পেয়েছে আরও তিন দেশ—পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

অঞ্চলভিত্তিক বাছাই পর্ব থেকে কোয়ালিফাই করা প্রথম দেশ ছিল কানাডা। আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। এরপর ইউরোপ অঞ্চল থেকে কোয়ালিফাই করল ইতালি ও নেদারল্যান্ডস। বাকি পাঁচটি জায়গা পূরণ হবে আফ্রিকা, এশিয়া এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসা দলগুলোর মাধ্যমে। এই তিন অঞ্চলের বাছাইপর্ব এখনো অনুষ্ঠিত হয়নি।

এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১৫ দল:

বিজ্ঞাপন
আয়োজক: ভারত, শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

সুপার এইট থেকে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র

র‌্যাঙ্কিং থেকে: পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড

বাছাইপর্ব থেকে: কানাডা, ইতালি, নেদারল্যান্ডস।

 

মন্তব্য (০)





image

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্...

image

সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ...

image

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্ত...

image

এবার লিটনকে বাদ দেওয়ার কারণ জানালেন অধিনায়ক মিরাজ

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে এক দশকের বেশি সময় কাটিয়ে দিলেও সাদা বলের ক্রিকেটে এ...

image

ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার&rs...

  • company_logo