
ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বীনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের দুই সৎ ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার ১৫ জুলাই গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
বুধবার ১৬ জুলাই দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতরা সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ (সাইলো গেট) এলাকার বাসিন্দা এবং নিহত দিনু বেগমের সৎ সন্তান।
এরআগে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত বীনু বেগমের ছেলে ইব্রাহিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০ টার সময়ে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডস্থ পশ্চিম কলাবাগ সাইলো গেট সংলগ্নে নিহত নারীর স্বামী ইসমাইল মিয়ার বসতবাড়িতে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে মারামারি সংগঠিত হয়। ওই মারামারির সময়ে ভিকটিম বীনু বেগমকে তার স্বামীর প্রথম স্ত্রী এবং দুই ছেলে বেধড়ক মারধর করে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার পরপরই র্যাব-১১ সদস্যরা গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, জমিজমার ঝামেলা নিয়ে ইসমাইল মিয়ার প্রথম স্ত্রী ও ছেলেদের সঙ্গে ভিকটিমের মারামারি হয়। এতে ভিকটিম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় বীনু বেগমের মৃত্যু হয়। এই ঘটনা তোর ছেলে ইব্রাহিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
নিউজ ডেস্কঃ নিজেদের ভাসমান, অসহায় ও গরিব হিসাবে পরিচয় দ...
নিউজ ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজা...
আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচ...
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফেয়ার প্রাই...
নিউজ ডেস্ক : সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থ...
মন্তব্য (০)