• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক আজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সত্ত্বেও বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই বর্ধিত শুল্কের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে ঘোষিত এ শুল্ক চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ওয়ান টু ওয়ান নিগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে। এ জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ জুলাই (আজ বুধবার) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের বৈঠক হবে।

বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন শুল্কহার নির্ধারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্কবিরতির সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে গত সোমবার এই ঘোষণা আসে। ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং ভারতের সঙ্গেও চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, গত এপ্রিলে পাল্টা শুল্কারোপের ঘোষণার পর তিন মাসেও সরকারের দর-কষাকষিতে অগ্রগতি না হওয়ায় রপ্তানিকারকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। ৩৫ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হলে অনেক কারখানা অস্তিত্ব সংকটে পড়বে বলে তাঁরা আশঙ্কা করছেন। এমন পরিস্থিতিতে আগামী তিন সপ্তাহের মধ্যে দর-কষাকষি শেষ করতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, "যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়টি শুধু শুল্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাণিজ্যের বিষয়, যার ফলাফল হচ্ছে শুল্ক। তাই এই সমস্যার সমাধানের সঙ্গে বাণিজ্যনীতিসহ অনেক বিষয় জড়িত।" তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধান মেনে বাণিজ্য করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্কের সমাধান করতে হলে সেই নীতিমালাগুলোতেও পরিবর্তন আনতে হবে, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৮ শতাংশের বেশি। এই রপ্তানির ৮৭ শতাংশেরও বেশি হলো তৈরি পোশাক।

ডোনাল্ড ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেছেন, "২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের ওপর আমরা ৩৫ শতাংশ শুল্ক আরোপ করব। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে।" তিনি আরও বলেন, এই শুল্ক বাণিজ্যঘাটতি দূর করার লক্ষ্যে আরোপ করা হয়েছে এবং বাংলাদেশ যদি তাদের বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করে ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে, তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাজারে গড়ে প্রায় ১৫ শতাংশ শুল্ক আদায় করা হয়। নতুন ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হলে মোট শুল্কহার দাঁড়াবে প্রায় ৫০ শতাংশ। এটি কার্যকর হলে আমদানিকারকরা ক্রয়াদেশ বাতিল করতে পারেন এবং ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এতে ইউরোপীয় ইউনিয়নের বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের পণ্য রপ্তানির একক বড় বাজার যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের হিসাবে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৮ শতাংশের কিছু বেশি। তবে ইপিবির হিসাবে, এই রপ্তানির পরিমাণ ৮৭৬ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭ শতাংশের বেশি তৈরি পোশাক। এ ছাড়া মাথার টুপি বা ক্যাপ, চামড়ার জুতা, হোম টেক্সটাইল, পরচুলা এবং অন্যান্য চামড়াজাত পণ্য বেশি রপ্তানি হয়।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গতকাল মঙ্গলবার বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা শুরু থেকে সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির অনুরোধ জানিয়েছি। তবে পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি নিয়ে ব্যবসায়ীদের অন্ধকারে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, দর-কষাকষির প্রক্রিয়ায় লবিস্ট নিয়োগ করা হোক। পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও যুক্ত করা হোক।’

মন্তব্য (০)





image

রাজস্থানে যুদ্ধবিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে মিলেছে মানবদেহের...

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ...

image

এবার গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানরত ফ্রান্সের প্রেসি...

image

এবার গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, গা...

image

এবার ইরানের হাতে চীনের ভয়ংকর ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্কঃ চীনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষে...

image

এবার পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৮ জুলাই)...

  • company_logo